Migrant worker

আমেদাবাদ থেকে ২০ দিন নিখোঁজ রাজ্যের পরিযায়ী শ্রমিক

রাজ্য জেলা

কর্মস্থল থেকে বেরিয়েছিলেন বাড়ি আসবে বলে। কিন্তু তারপর কেটে গেছে প্রায় ২০ দিন। আজও খোঁজ নেই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পুরুলিয়ায় পাড়া থানার ক্যাটলাপুর গ্রামের বাসিন্দা অনুপ মাহাতোর। গুজরাটের আমেদাবাদে এক ওষুধ নির্মাণকারী সংস্থায় কাজ করতো সে। গত মাসের শেষের দিকে সে তাঁর বাড়িতে ফোন করে জানিয়েছিল সে বাড়ি ফিরছে। পরিবারের লোক অপেক্ষায় ছিলেন। কিন্তু চলতি মাসের প্রথমে কয়েকদিন ধরে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় চিন্তান্বিত হয়ে পড়েন গোটা পরিবার। ওই এলাকায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন তাদের কাছে খোঁজ নিয়ে পরিবারের লোক যোগাযোগ করেন ওই ওষুধ কোম্পানির সঙ্গে। সেখান থেকে তাদের জানানো হয় যে চলতি মাসের ১ মে বাড়ি যাবে বলে ওই পরিযায়ী শ্রমিক কর্মস্থল থেকে রওনা দিয়েছিল। কিন্তু কেটে গেল কুড়ি দিন। আজ পর্যন্ত সে বাড়ি ফেরেননি। গোটা পরিবার চিন্তায়। 
চলতি বছরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ওই যুবক কর্মস্থলে ফিরে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে গুজরাটে আমেদাবাদে একটি ওষুধ নির্মাণকারী সংস্থায় সে কাজ করতো। নিজে থেকে সে এপ্রিল মাসের শেষ সপ্তাহে জানিয়েছিল যে মে মাসের প্রথম সপ্তাহে সে বাড়ি ফিরবে। পরিবারের লোক অপেক্ষায় ছিল। মোবাইলের সুইচ বন্ধ থাকায় কোন কিছুই তারা বুঝতে পারছিলেন না। চলতি মাসের ১০ মে ওই পরিযায়ী শ্রমিকের কাকা মহাবীর মাহাতো পাড়া থানায় নিখোঁজের ডাইরি করেছিলেন। যেখানে ওই যুবক কাজ করতেন সেই ওষুধ নির্মাণকারী সংস্থার পক্ষ থেকেও গুজরাটে নিখোঁজের ডাইরি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়ার পাড়া থানা পুলিশ গুজরাট পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। এখনও কোনো সন্ধান না পাওয়ায় চিন্তিত গোটা পরিবার।

Comments :0

Login to leave a comment