MODI

দোভাল, গোবিন্দের সাথে বৈঠক মোদীর

জাতীয়

সীমান্ত পরিস্থিতি নিয়ে অজিত দোভাল এবং গোবিন্দ মোহনের সাথে বৃহস্পতিবার বৈঠক করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের বাসভবনে তিনি প্রথমে দোভালের সাথে বৈঠক করেন। সূত্রে খবর অপারেশন সিঁদুরের পর থেকে সীমান্ত এলাকায় গুলোয় যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে যে ভাবে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা সেই নিয় হয় আলোচনা।
এরপরই কেনদ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন সীমান্ত এলাকায় থাকা মানুষদের সরকারের পক্ষ থেকে নিরাপদ স্থানের সড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পুঞ্চ এলাকায় পাকিস্তান সেনা বাহিনীর হামলায় ১৩ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, তার মধ্যে আছে মহিলা এবং শিশুও। প্রায় ৫০ জন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর পাকিস্তান সেনা বাহিনীর হামলায় অনেকের বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments :0

Login to leave a comment