Madhya Pradesh

মধ্যপ্রদেশে পানীয় জল যেন ‘বিষ’: এক-তৃতীয়াংশ জলই পানের অযোগ্য

জাতীয়

মধ্যপ্রদেশের গ্রামগুলিতে পানীয় জল এখন বিষ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’-এর সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে জানা গিয়েছে, রাজ্যের এক-তৃতীয়াংশের বেশি গ্রামীণ পানীয় জল মানুষের ব্যবহারের অনুপযুক্ত। রাসায়নিক এবং ব্যাকটিরিয়া বহু মানুষের জীবনকে সংকটে ফেলেছে।
৪ জানুয়ারি, ২০২৬-এ প্রকাশিত ‘ফাংশনালিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট’ অনুযায়ী মধ্যপ্রদেশের মাত্র ৬৩.৩% জলের নমুনা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেখানে জাতীয় গড় ৭৬%। অর্থাৎ, ৩৬.৭% জলই অসুরক্ষিত। সরকারি হাসপাতালগুলির অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। এখানে মাত্র ১২% জলের নমুনা পরীক্ষায় পাশ করেছে। অর্থাৎ ৮৮% হাসপাতালে রোগীদের বিষাক্ত জল সরবরাহ করা হচ্ছে।
বিদ্যালয়গুলির ২৬.৭% জলের নমুনায় ক্ষতিকারক ব্যাকটিরিয়া পাওয়া গিয়েছে, যা প্রতিদিন শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করছে।
আদিবাসী অধ্যুষিত অনুপপুর এবং ডিন্ডোরি জেলায় একটি জলের নমুনাও পানের যোগ্য পাওয়া যায়নি। এছাড়া বালাঘাট, বেতুল এবং ছিন্দওয়াড়ায় ৫০ শতাংশের বেশি জল দূষিত। এমনকি দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ইন্দোরেও চিত্রটি ভয়াবহ সেখানে মাত্র ৩৩% পরিবার নিরাপদ জল পাচ্ছে।
সম্প্রতি ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত জল পানের ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে ৪ জনের কথা বলা হলেও, স্থানীয় সূত্রে খবর ১৮ জন মারা গিয়েছেন জলে বিষক্রিয়ার জন্য।
ইন্দোরে ৪২৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, যার মধ্যে ১৬ জন আইসিইউতে এবং ৩ জন ভেন্টিলেশনে রয়েছেন।

Comments :0

Login to leave a comment