MAMATA NITI AYOG

বিরোধী ৭ মুখ্যমন্ত্রী যাচ্ছেন না নীতি-বৈঠকে, ব্যতিক্রম মমতা

জাতীয় রাজ্য

opposition CMs except Mamata to boycott NITI meet

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন বিরোধী প্রায় সব মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে বিরোধী দলের সরকার রয়েছে, এমন রাজ্যগুলির প্রতি মারাত্মক বঞ্চনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই ক্ষোভেই বৈঠকে যোগ দিচ্ছেন না এমকে স্ট্যালিন থেকে সিদ্দারামাইয়া বা পিনারাই বিজয়ন। ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
মঙ্গলবার সংসদে বৈঠক করেন ‘ইন্ডিয়া’ ব্লকের সংসদীয় নেতারা। বিকেলেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিন জানিয়েছিলেন যে তিনি যাচ্ছেন না বৈঠকে। রাজ্যের প্রতি বঞ্চনার কড়া প্রতিবাদ জানান তিনি। কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়নও জানিয়ে দেন যে তিনি যোগ দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে। 
বুধবার এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, ‘‘মমতা বাদে বাকি মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বিরোধী ৭ মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন না বৈঠকে।’’    
জানা গিয়েছে, ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃবৃন্দ পরে ঠিক করেন যে সংশ্লিষ্ট দলগুলি সরকার চালাচ্ছে এমন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিতে জাবেন না দিল্লিতে। ২৭ জুলাই এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজে। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে বক্তব্যে, রাজ্যগুলির ভাগ কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানায় সিপিআই(এম) পলিট ব্যুরো। 
রাজ্যের প্রতি বঞ্চনার কথা ভোটের সময়ে বললেও নীতি আয়োগের এই বৈঠক বয়কট করার কোনও ঘোষণা মমতা ব্যানার্জি করেননি। তৃণমূল সূত্রের উল্লেখ করে কোনও কোনও অংশের বক্তব্য মমতা প্রধানমন্ত্রীর সামনে সরাসরি বিষয়টির উল্লেখ করতে চান!
তবে বৃহত্তর অংশে বার্তা স্পষ্ট। বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লকের বোঝাপড়া অনুযায়ী চলতে নারাজ তৃণমূল। অন্য মুখ্যমন্ত্রীদের সিদ্ধান্তে সম্মত না হওয়ার সম্ভাবনাই বেশি মমতা ব্যানার্জির।

Comments :0

Login to leave a comment