PANCHAYAT EMPLOYEES

পঞ্চায়েত কর্মীদের রাজ্য সম্মেলনে ধিক্কার ভাগাভাগির রাজনীতিকে

রাজ্য

শনিবার মালদহ শহরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির রাজ্য ৭ম সম্মেলনে বলছেন দীপ্সিতা ধর। ছবি: উৎপল মজুমদার

দেশ এবং রাজ্যকে পরিচালনা করছে ধর্ম ও জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির রাজনীতি করে এমন দুই দল। কিন্তু যুব সমাজের জন্য কাজের কোনও দায়িত্ব সরকার নিচ্ছে না। যাদের কাজ আছে তারাও কাজ হারাচ্ছে। মন্দির তৈরিতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। 
রাজ্যের পঞ্চায়েত কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেছেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির রাজ্য ৭ম সম্মেলন শনিবার মালদহ শহরে কমরেড সমর রায় নগরে কমরেড অজয় চন্দ মঞ্চ (মনমোহন চিত্রম সিনেমা হল)-এ শুরু হয়েছে। 
শুরুতে গয়েশপুর শান্তি কমিটি আবাসন লজের সামনে রক্ত পতাকা উত্তোলন করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রণব কুমার রায়। এরপর মাল্যদান করেন প্রণব কুমার রায় সহ উদ্বোধক সমীর গিরি, বিশেষ অতিথি দীপ্সিতা ধর এবং সমিতি ও বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্ব ও প্রতিনিধি। এরপর এক বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে সম্মেলন স্থলে মিলিত হয়।
বিশেষ অধিবেশনে দীপ্সিতা ধর বলেন, ‘‘একশ্রেণির রাজনীতিবিদ আমাদেরকে ধর্মের নামে জাতের নামে ভাগ করতে চাইছে, আমাদের তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 
দীপ্সিতা বলেন, ‘‘রাজ্যের তৃণমূল সরকার বিজেপি’র পথে হাঁটছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে, কাজের অধিকার কেড়ে নিয়ে রাজ্যের যুব সমাজকে অপরাধপ্রবণ করতে চাইছে। আবার আরএসএস’র নীতি অনুযায়ী ধর্মের বিভাজন করে লাভবান হতে চাইছে। তাই এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে মানুষকে ও যুব সমাজকে রক্ষা করতে হবে।’’
প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির সভাপতি সমীর গিরি। তিনি বলেন, ‘‘এ রাজ্যের সরকারের কর্মচারী স্বার্থ বিরোধী নীতির কারণে অন্যান্য অংশের কর্মচারীদের মতো পঞ্চায়েত কর্মীরাও নানাভাবে বঞ্চিত উপেক্ষিত। প্রাপ্য ডিএ দিচ্ছে না। কর্মী সংখ্যা দিন দিন কমছে। ফলে কর্মচারীদের কাজের চাপ বাড়ছে। এর বিরুদ্ধে অন্যান্য অংশের কর্মচারীদের ও শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’’ 
সম্মেলন রবিবার পর্যন্ত চলবে।

শনিবার পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির রাজ্য ৭ম সম্মেলনের বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছেন এসএফআই’র সর্বভারতীয় যুগ্ম-সম্পাদক দীপ্সিতা ধর

Comments :0

Login to leave a comment