Chopra

চোপড়ায় আক্রান্ত পুলিশ, নিন্দা সেলিমের

রাজ্য জেলা

আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। বুধবার রাতে চোপড়ায় পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীকারীরা। ঘটনায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন পুলিশকর্মীরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে যায় পুলিশের একটি দল। তারপর সেখানে পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতিকারীরা। চোপড়া থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

চোপড়ায় পুলিশের উপরে আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আগ্নেয়াস্ত্র সমেত মজাহার আলম নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থমাস। তিনি বলেন, ‘অপহরণে অভিযুক্ত আসামি ধরতে গেলে পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ স্বত প্রণোদিত মামলা রুজু করেছে।ঘটনার তদন্তের পাশাপাশি পুলিশি অভিযান জারি রয়েছে।’ 

নিজের এক্সহ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘আমরা বহু আগে থেকেই এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযন চালাতে পুলিশ কে বলেছি। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের সাথে সম্পর্ক রেখে চলতো। যার ফলে চোপড়া বিধানসভায় এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য পরিণত হয়। এখন তারা পুলিশের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করছে না। আইন-শৃঙ্খলা এতটাই তলানিতে ঠেকেছে। এখনও যদি পুলিশ মেরুদন্ড সোজা না করে আরও দুর্দিন দেখতে হবে তাদের ও আমজনতাকে। ভাবতে অবাক লাগে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করি। যেখানে পুলিশই সুরক্ষিত নয়। সাধারণ নাগরিকের কি হবে?

Comments :0

Login to leave a comment