Bread Price

পাউরুটির দাম বাড়ছে না

রাজ্য

Bread Price

পাউরুটির দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সিইও আরিফুল ইসলাম জানিয়েছেন, আট মাস আগেই পাউরুটির দাম প্রতি চারশো গ্রামে ৪টাকা করে বাড়ানো হয়েছে। এখন আবার দাম বাড়ানোর কোনও প্রয়োজন নেই। তিনি আরও অভিযোগ করেছেন, তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির প্রভাবিত বেকারি মালিকদের একাংশ সঙ্কীর্ণ স্বার্থে দাম বাড়ানোর কথা প্রচার করছে, এরফলে অসাধু ব্যবসায়ী, দোকানদাররা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করতে পারে। আমরা বেকারি মালিকদের বৃহত্তম সংগঠন দাম বাড়ানোর বিরোধিতা করছি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন