Protest Rally in Basirhat

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বসিরহাটের খোলাপোতায়

জেলা

শহর ছাড়িয়ে গ্রাম। আর জি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত ১৪ আগষ্ট আর জি করে ভাঙচুরের অভিযোগে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তায় নেমে এমনই দাবি তুললো সিপিআই(এম) বসিরহাট উত্তর এরিয়া কমিটি। এদিন পথে নেমে পার্টির কর্মী সমর্থকরা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে মিছিল করে। মিছিল খোলাপোতা বিডিও অফিস, চাঁপাপুকুর রোড,বাদুড়িয়া রোড, বসিরহাট কলকাতার লাইফ লাইন টাকীরোড ঘুরে খোলাপোতা বটতলায় প্রতিবাদ বিক্ষোভ সভা হয়। সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব মণ্ডল, আবদুল্লা মোল্লা। সভাপতিত্ব করেন সোহারাব মুন্সি। ।


জাস্টিস ফর আর জি কর। সঠিকভাবে বিচার করো,আর জি করের মাথা ধরো ইত্যাদি শব্দবন্ধ সংবলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে,মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলে বৃষ্টিস্নাত সোমবার সকালে বসিরহাট জেলা হাসপাতাল,বসিরহাট রেল স্টেশন ও বাদুড়িয়া শহরে রাখিবন্ধন উৎসব পালন করে এস এফ আই,ডি ওয়াই এফ আই ও সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বসিরহাট দক্ষিণ -১লোকাল কমিটি এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বাদুড়িয়া-১নং আঞ্চলিক কমিটি। এর পাশাপাশি এদিন বসিরহাট সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের হাতে রাখি বেঁধে রাখীবন্ধন উৎসব পালন করে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া বসিরহাট। অন্যদিকে মিনাখাঁয় নাগরিক সমাজকেও এদিন পথে নেমে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুলে সরব হতে দেখা যায়।


 

Comments :0

Login to leave a comment