মুখে ঐক্যের কথা বললেও কাজে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী এবং পাকিস্তানের সেনা প্রধানের ছবি একই ফ্রেমে পোস্ট করে তিনি লেখেন, লোকসভার বিরোধী দলনেতা ভারতীয় সেনার কৃতিত্বকে অস্বীকার করে পাকিস্তানের ভাষ্যে কথা বলছেন।
মালব্য লেখেন, ‘‘এতে অবাক হওয়ার কিছু নেই যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাকিস্তানের ভাষ্যে কথা বলছেন। অপারেশন সিঁদুরের কৃতিত্বের জন্য তিনি একবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাননি।’’
সেনার অপারেশনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কেন জানাতে হবে সে প্রশ্ন উঠেছে। বরং কেন্দ্রীয় শাসনে থাকা সত্ত্বেও জনবহুল পর্যটন কেন্দ্র পহেলগামে কোনও সুরক্ষা কর্মী ছিল না কেন, সে প্রশ্নের জবাব দেওয়ার দাবি উঠেছে।
উল্লেখ্য, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্রের ডাকে দু’টি সরবদলীয় বৈঠকেই যোগ দেন রাহুল। তার কোনও একটিতেও যদিও অংশ নেননি প্রধানমন্ত্রী। সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন রাহুল।
‘অপারেশন সিন্দুর’-র পাশাপাশি পুলওয়ামার ঘটনার তদন্ত কোথায়, বিরোধীদের পাশাপাশি সে প্রশ্ন জানতে চেয়েছেন রাহুলও। সেই পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতাকে কুরুচিকর আক্রমণ করলেন অমিত মালব্য। তার কথায়, ‘‘তিনি বার বার জানতে চাইছেন প্রশ্ন করছেন যে ভারতীয় বায়ু সেনার কতগুলো বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু একবারও জানতে চাইছেন না বা বলছেন না ভারতীয় বায়ু সেনার আক্রমণে পাকিস্তান সেনার কতগুলো যদ্ধ বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে।’’
মালব্য রাহুল গান্ধীকে আধুনিক যুগের মিরজাফর বলেও আক্রমণ করেছেন। বিজেপি আইটি সেলের প্রধান রাহুল গান্ধীকে নিশানা করার পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও নিশানা করেছেন। তিনি লিখেছেন, ‘‘তিনি (মল্লিকার্জুন খাড়গে) আধুনিক যুগের মির্জাফরের মতোই কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভিত্তিহীন যেই যেই কথা তিনি বলেছেন তার তীব্র নিন্দা হওয়া উচিত।’’
পহেলগাম হামলা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের যেই ভূমিকা তা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে যখন কেন্দ্রীয় সরকার সব দলের সাংসদের নিয়ে গঠিত একাধিক প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে তখন বিজেপি নেতার এই পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে।
Rahul Gandhi
বিদ্বেষ প্রচারে বিজেপি’র লক্ষ্য এবার রাহুল

×
Comments :0