শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায় সেবক হাউসের পরে ফের মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের কেনা ও দানে পাওয়া জমি দখলের অভিযোগ উঠলো জমি মাফিয়াদের বিরুদ্ধে। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় জাতীয় সড়ক পার্শ্বস্থ ও উত্তরায়ন উপনগরি লাগোয়া এলাকায় প্রায় ৯.৯০ একর জমির বেশীরভাগটাই দখলের অভিযোগ উঠেছে। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় দখল হয়ে যাওয়া রামকৃষ্ণ মিশনের জমি ফিরে পেতে চাইছেন আশ্রম কর্তৃপক্ষ।
অভিযোগ, জমির নকল কাগজপত্র তৈরী করে অন্য কারো নামে মিউটেশন করে জমি দখল করা হয়েছে। জমির কোন অংশে সীমানা প্রাচীর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আবার কোথায় টিন বাঁশের সাহায্যে অস্থায়ী গুদাম ও গ্যারেজ তৈরী হয়েছে। আশ্রম কর্তৃপক্ষের দাবি, মোট ছয়টি দলিলে ৯.৯০ একর জমির কিছুটা ক্রয় করে ও কিছুটা দানে পাওয়া গিয়েছিলো। ৯.৯০ একর জমির মধ্যে ১০ বিঘা জমি আশ্রম কর্তৃপক্ষ ক্রয় করেছিলো। কিন্তু বাকি জমি দানে পাওয়া। আশ্রম কর্তৃপক্ষের বহু পুরোনো এই জমিটি। মাটিগাড়াস্থিত ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরে গত ২০২২ সালে গোটা জমিটির মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিলো। কিন্তু সেই সময় মিউটেশন হয়নি। আশ্রম কর্তৃপক্ষের কাছে জমির সমস্ত আসল কাগজপত্র রয়েছে। সম্প্রতি ফের মিউটেশনের জন্য আবেদন করা হয়। গত ১৫ জুলাই মিউটেশনের জন্য মাটিগাড়া ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরে আবেদন জানানো হয়েছে। গোটা বিষয়টি জানিয়ে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। এবিষয়ে অবহিত করা হয়েছে দার্জিলিঙের জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ কমিশনার সি সুধাকর ও শিলিগুড়ির মেয়রকে।
সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ বলেন, ‘‘ জাল দলিল বানিয়ে মোট জমির অনেকটাই দখল করা হয়েছে। সেখানে দখলদাররা গ্যারেজ, গুদাম বানিয়ে রেখেছে। মিউটেশনের জন্য ২০২২ সালে আবেদন জানানো হয়েছিলো সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু মিউটেশনের কাজ হয়নি। যদিও গোটা জমিটি দলিল সহ আসল নথিপত্র আমাদের কাছে রয়েছে। ২৭ জুলাই ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি।’’ মাফিয়াদের হাত থেকে দখলমুক্ত করে দ্রুত আশ্রমের জমি ফিরিয়ে দেবার দাবি জানান তিনি।
এদিন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে রামকৃষ্ণ মিশনের তিন সদস্যের প্রতিনিধি মেয়রের সাথে দেখা করে অভিযোগ জানিয়েছেন। যদিও মিশনের তরফে নির্দিষ্ট কারো নামে অভিযোগ জানানো হয়নি। তবে বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনিক সহযোগিতার দাবি করেছেন কর্তৃপক্ষ।
Ram Krishna Mission
এবার মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল
×
Comments :0