CHANDANNAGAR HAWKER

পুনর্বাসন চাই হকারদের, চন্দননগরে দাবি নাগরিকদের

জেলা

চন্দননগরের মেয়রকে ডেপুটেশন সংযুক্ত নাগরিক কমিটির। ছবি: শুভ্রজ্যোতি মজুমদার।

চন্দননগর জুড়ে হকার উচ্ছেদ চলেছে। পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পৌরসভাকে। শুক্রবার এই দাবিতেই চন্দননগরের মেয়রকে ডেপুটেশন দিল সংযুক্ত নাগরিক কমিটি।

কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী হকারদের পুনর্বাসন না দিয়ে কোনও এলাকা থেকে তুলে দেওয়া যায় না।  সংযুক্ত নাগরিক কমিটির প্রতিনিধিদল মেয়রকে সেকথা মনে করিয়েছে। 

চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তীকে ডেপুটেশন দেওয়া হয় প্রবল দুর্যোগ উপেক্ষা করেই। প্রতিনিধিদলে ছিলেন সংযুক্ত নাগরিক কমিটির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জি, শোভনলাল সেনগুপ্ত, হকার্স ইউনিয়নয়ের হুগলী জেলা সম্পাদক হীরালাল সিংহ, হকার আন্দোলনের নেতা আব্দুল রশিদ ও পৌরনিগমের সদস্য অভিজিৎ সেন।

Comments :0

Login to leave a comment