DOCTOR'S PROTEST ASSAM

আরজি করের আবহে বিতর্কিত নির্দেশ আসামে, পিছু হটালেন পড়ুয়ারা

জাতীয়

SILCHAR RG KAR CRIME BENGALI NEWS

দৃষ্টি আকর্ষণ করতে পারে, এমন কোনও পোষাক পরে আসবেন না। আসামের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে সোমবার জারি করা হয়েছিল এমনই নির্দেশিকা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, তীব্র প্রতিবাদের পরে বুধবার সেই নির্দেশিকা প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

নির্দেশিকায় মহিলা চিকিৎসক ও ইন্টার্নদের উদ্দেশ্য বলা হয়েছিল, মানসিক ভাবে স্থিতীশিল থাকতে হবে সমস্ত পরিস্থিতিতে, এবং দৃষ্টি আকর্ষণ করে, এমন কোনও পোষাক পরা যাবে না। এই নির্দেশিকার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের সংগঠন। তাঁরা বলেন, এই নির্দেশিকা মহিলাদের অধিকারে হস্তক্ষেপের সামিল। 

যদিও হাসপাতালের তরফে সাফাই দিয়ে বলা হয়, কলকাতার আরজি কর হাসপাতালের মত ঘটনা যাতে না ঘটে, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছিল। 

জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও রোগীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী মোতায়েন, ব্যবহার যোগ্য শৌচালয়ের মত মৌলিক দাবি তাঁরা দীর্ঘদিন জানিয়ে আসছেন। কিন্তু সেই পথে না হেঁটে, আলোর ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা না করে মহিলা চিকিৎসকদের একপ্রকার নির্দেশ দেওয়া হয়েছে, সূর্যাস্তের পরে আলো কম রয়েছে, সেই জায়গায় না যেতে, কিংবা দেরি করে হস্টেল কিংবা বাড়ি না ফিরতে। সমস্ত দায় পড়ুয়াদের উপর ঠেলে দিতে চাইছে কর্তৃপক্ষ। 

তুমুল বিক্ষোভের পরে বুধবার সকালে নির্দেশ প্রত্যাহারের কথা জানিয়েছে আসামের সরকারি এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। 

৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। প্রথম থেকে তদন্তকে প্রভাবিত ও প্রমাণ লোপাটের চেষ্টা করে কলকাতা পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় দেহ পোড়ানোর ব্যবস্থা করে পুলিশ। এরই প্রতিবাদে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। আরজি কর হাসপাতালের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। 

এরই মাঝে দলমত নির্বিশেষে মহিলারা স্বাধীনতা দিবসের রাতে পথে নামছেন সুরক্ষার দাবিতে। ইতিমধ্যেই বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলির তরফে এই আন্দোলনকে সংহতি জানানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment