Islampur

জমি দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষে ইসলামপুরে খুন তৃণমূল কর্মী

রাজ্য জেলা

বুধবার সকালে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী স্থানীয় তৃণমূলের এক সক্রিয় কর্মীকে খুনের অভিযোগ। মৃতের নাম মুজিবুর রহমান(৫৫)। ইসলামপুর থানার কমলাগা সুজালি গ্রাম পঞ্চায়েতের মৌলানি গ্রামের বাসিন্দা। 
জানা গেছে একটি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে সমস্যা চলছিল। এদিন সকালে দুই পক্ষ ওই জমির দখল করতে গেলে বিবাদ শুরু হয়। ধারালো অস্ত্র ও লাঠি বল্লম নিয়ে হামলা চলে। ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হন মুজিবুর রহমান সহ আরো সাত জন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মুজিবুর রহমানকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য হুসনারা বেগমের স্বামী ফারাজ আলমের নেতৃত্বে নৃশংসভাবে হামলা চলে চলে অভিযোগ। স্ত্রীর হয়ে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম দেখাশুনা করতেন তার স্বামী ফারাজ আলম। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা নিন্দা প্রকাশ করেছেন সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক। তিনি বলেন, ‘‘এলাকার আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রকাশ্য দিবালোকে খুন হচ্ছে। ইসলামপুর পুলিশ জেলায় মানুষের জীবনের কোন মূল্য নেই। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।’’

 

Comments :0

Login to leave a comment