মালদার রতুয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীর। এদিন ছিল উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা। মালদার এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির দুই ছাত্র বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। সেই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় টোটো - স্করপিও মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার সোনাখালির তেঁতুলতলা এলাকায়। মৃত তিনজনের নাম সুভাষ নস্কর(৩৫),মহাদেব বৈদ্য (৩১) ও সুনন্দা সিংহ (১৭)।
ওই একই জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুরে। মৃত যুবকের নাম মুস্তাকিন মোল্লা (২২)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।
গতকাল রাতে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যাক্তির পরিবারের কথায় গাঙ্গুলি পুকুর এলাকায় রাস্তা পার করতে গিয়ে একটি লড়ির বেপরোয়া গতিতে তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তির নাম আশীষ মৈত্র। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গড়ফা থানার পক্ষ থেকে ঘাতক লড়ির চালক এবং খালাসিকে আটক করা হয়েছে।
বাইপাসের এই এলাকায় বেপরোয়া গতি জন্য একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু গড়ফা এবং যাদবপুর থানার পক্ষ থেকে এই গতি নিয়ন্ত্রণের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন উঠছে কি ভাবে রাত ৯:৩০টার সময় একটি লড়ি বেপরোয়া ভাবে সেখান দিয়ে যাচ্ছিল।
Accident
পথ দুর্ঘটনায় মৃত্যু পরীক্ষার্থীর

×
মন্তব্যসমূহ :0