Trump

তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য অভিবাসন বন্ধ : ট্রাম্প

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বের দেশ গুলোর নাগরিকদের জন্য অভিবাসন বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজে সামাজিকমাধ্যমে এই কথা জানিয়েছেন। 
ট্রাম্প ব্যাক্তিগত সমাজমাধ্য ট্রুথে লিখেছেন, ‘‘আমি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারি। জো বাইডেনের ‘অটোপেন’ স্বাক্ষরিত সহ লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করা হবে, এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ নন, অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাদের সকলকে অপসারণ করা হবে। আমাদের দেশের অনাগরিকদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করা হবে। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসী, যে কোনও বিদেশী নাগরিককে বহিষ্কার করা হবে যারা নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’’ 
উল্লেখ্য ট্রাম্পের মতো উগ্রদক্ষিণপন্থীর মতোই ভারতে কেন্দ্রীয় সরকার এসআইআরের নাম করে বিভাজন তৈরি করছে। ধর্মের ভিত্তিতে মানুষকে অনুপ্রবেশকারি বলে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প যেমন দাবি করছে অনুপ্রবেশকারিরা দেশের বাইরে গেলে দেশের উন্নতি হবে তেমন ভাবে একই কথা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথায়। নিজেদের ব্যার্থতা ঢাকতে বার বার প্রান্তিক মানুষকেই লক্ষবস্তু করেছেন দক্ষিণপন্থীরা ভারত এবং মার্কিন সরকারের বর্তমান মনোভাব ফের একবার সেই বিষয় তুলে ধরছে।
বামপন্থীদের পক্ষ থেকে বার বার বলে আসা হয়েছে দেশের মানুষ যখন সঙ্কটে থাকে। দক্ষিণপন্থী সরকার যখন নাগরিকদের প্রতি নিজেদের দায়িতন কর্তব্য পালন করতে ব্যার্থ হয় তখনই দেখা যায় তারা ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, অনুপ্রবেশের দোহাই দিয়ে মানুষকে ভাগ করে মানুষের নজর ঘুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। 
উল্লেখ্য হোয়াইট হাউসের বাইরে গুলি চলার ঘটনায় আমেরিকার দু’জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে। অভিযুক্ত রহমানুল্লা লাকানওয়াল আফগানিস্তানের নাগরিক। তারপরই মার্কিন রাষ্ট্রপতির কাছ থেকে এমন ঘোষনা করা হয়েছে। 
ট্রাম্পের মুখে যেই ‘তৃতীয় বিশ্বের’ তত্ত্ব সামনে এনেছেন তার কোন অস্তিত্ব নেই। ঠান্ডা লড়াইয়ের সময় চলাকালীন মার্কিন জোট ‘প্রথম বিশ্ব’ এবং সোভিয়েত জোট ‘দ্বিতীয় বিশ্ব’ হিসাবে পরিচিত। যেই দেশ গুলো জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল তাদের বলা হতো তৃতীয় বিশ্বের দেশ। পররবর্তী সময় দারিদ্র, অর্থনৈতিক অনিশ্চয়তাপূর্ণ দেশগুলিকে অনেকে ‘তৃতীয় বিশ্ব’ বলে উল্লেখ করেছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেই ধারনাও বদলে গিয়েছে। তৃতীয় বিশ্ব বলে কোন শব্দ আর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় ‘উন্নতিশীল দেশ’ কথা। মার্কিন রাষ্ট্রপতির তৃতীয় বিশ্বের তত্ত্ব ফের প্রমান করে দিলো তার সাম্রাজ্যবাদী মানসিকতাকে।

Comments :0

Login to leave a comment