Indonesia volcanic erruption

ইন্দোনেশিয়ায় ফের অগ্নুৎপাত

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফের অগ্নুৎপাত

শনিবার ভুমিকম্পের পর অগ্নুৎপাত ইন্দোনেশিয়ার জাভায়। শনিবার গভীর রাতে অগ্নুৎপাতের ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইতিমধ্যে ইন্দোনেশিয়া প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের বলা হয়েছে ওই এলাকর পাঁচ কিলোমিটারের মধ্যে না যাওয়ার জন্য। তাছাড়া সমুদ্রের ৫০০ মিটারের আশে পাশে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই অগ্নুৎপাতের কারণে জাপান সহ ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন দুই দেশের আবহাওয়াবিদরা। 

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে যে অগ্নুৎপাতের কারণে ঘন ছাইতে ঢেকে রয়েছে আকাশ। যার জেরে বেড়েছে দূষনের মাত্রা। তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়েছে। 

শনিবার রাতের ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। গত মাসে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কারণে মৃত্যু হয়েছে ৩৩০ জন মানুষের।  

Comments :0

Login to leave a comment