Imran Khan

কোথায় ইমরান? নেটদুনিয়ায় তোলপাড়

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কোথায়? এই প্রশ্নে তোলপাড় চলছে নেটদুনিয়ায়। বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জানাচ্ছে জেলবন্দি ইমরানকে ঘিরে খোঁজ বুধবার ‘ট্রেন্ডিং’ হয়েছে। 
ইমরান খানকে বন্দি করা হয়েছে রাওয়ালপিণ্ডির জেলে। পাকিস্তানের একটি হ্যান্ডেল ‘আফগান টাইমস’ দাবি করে যে নির্যাতনে জেলেই মৃত্যু হয়েছে তাঁর। আদিয়ালা জেলে মারা গিয়েছেন তিনি। শুরু হয় তোলপাড়।
বুধবার রাতেও এই দাবির সপক্ষে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি। তবে ইমরান খানের তিন বোন নোরিন, আলিমা এবং উজমা অভিযোগ তুলেছেন যে দীর্ঘদিন ধরেই অমানবিক নির্যাতনের শিকার বাহাত্তর বছরের ইমরান। 
কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আদিয়ালা জেলে বেশ কিছুদিন ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর আত্মীয়দের। 
এদিকে এমন দাবিও ঘুরছে যে ইমরানের সমর্থকরা রাওয়ালপিণ্ডির জেলের দিকে এগচ্ছেন। এই মর্মে বেশ কিছু পোস্ট করা হয়।  
সংবাদমাধ্যমের একাংশের আবার দাবি জেলের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করার সময় নিরাপত্তা বাহিনী চড়াও হয় ইমরান খানের তিন বোনের ওপর। এই ঘটনা মঙ্গলবারের। ইমরান খানের বোন নোরিন অভিযোগ করে বলেন, ৭১ বছর বয়সে আমার তবুও আমার চুল ধরে টানা-হেঁচড়া করেছে। আমাকে মাটিতে আছড়ে ফেলে দিয়েছে।’

Comments :0

Login to leave a comment