LYNCHING IN BIRBHUM

মোবাইল চোর সন্দেহে যুবককে মারধর বীরভূমে

রাজ্য জেলা

lynching west bengal birbhum news crime news bengali news

পূর্ব আক্রোশের বশবর্তী হয়ে মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ সামনে এসেছে বীরভূমের মল্লারপুর থেকে। 

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রমজান শেখ। অভিযোগ, মল্লারপুর থানার কোট গ্রামের রমজানের বিরুদ্ধে প্রতিবেশিদের আক্রোশ  দীর্ঘদিনের। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশি লালন শেখ ও তার পরিবারের লোকজন মোবাইল চুরির আপবাদ দিয়ে রমজানকে মারধর করে। মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও সেই ভিডিও’র সত্যতা গণশক্তি ডিজিটাল যাচাই করেনি। 

ইতিমধ্যেই লালন শেখের বিরুদ্ধে আক্রান্ত যুবকের বাবা নোসোউদ্দিন শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এদিন নোসোউদ্দিন সেখ জানান , বৃহস্পতিবার দুপুরে তাঁর ছেলেকে দক্ষিণগ্রাম থেকে তুলে নিয়ে আসে লালন শেখ ও তার পরিবারের লোকজন। এরপর লালন শেখের বাড়িতে নিমগাছে তাকে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে লালনের বাড়ি থেকে রমজানকে উদ্ধার করে তার বাড়ির লোকজন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment