12th July Committee

দার্জিলিঙ-এ বিক্ষোভ মিছিল

জেলা

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন রাজ্যের সব ধরনের সাংস্কৃতিক সংগঠন, নাট্য দল, শিক্ষক ও শিক্ষা কর্মী , স্কুল ও কলেজের ছাত্র, ডাক্তার, আইনজীবী, খেলোয়াড়, কবি, লেখক, চলচ্চিত্র অভিনেতা, বুদ্ধিজীবী, বিজ্ঞান আন্দোলন কর্মী, চিত্রকলা শিল্পী এবং ছোট ও বড় পর্দার চলচ্চিত্র শিল্পীরা। 
এই চরম অনৈতিকতাকে ধিক্কার জানিয়ে শুক্রবার বিক্ষোভ মিছিলে সামিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।  কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার সাথে এদিন দার্জিলিঙ জেলায় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ করে খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি প্রতিপালিত হয়। মিছিলে প্রায় চার শতাধিক কর্মচারী পরিবার পরিজন সহ সামিল হন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল শুরু হয়ে গোষ্ঠ পালের মূর্তির পাশ দিয়ে হিলকার্ট রোড হয়ে ভেনাস মোর, হসপিটাল মোর, কোর্ট মোর হয়ে বাঘাযতীন পার্কের সামনে শেষ হয়। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে হাঁটেন দার্জিলিং জেলা কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক কমরেড গৌতম বনিক, জেলা কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক অরিন্দম মিত্র, দার্জিলিঙ জেলা ১২ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক পার্থ প্রতিম ভৌমিক, মনোজ নাগ, কর্মচারী আন্দোলনের নেতা উত্তম চতুর্বেদী, সিআইটিউ নেতা মোহন পান্ডা, তিলক গুন, ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য অনেকে। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি ওঠে মিছিলে। ব্যাপক সংখ্যায় মহিলাদের উপস্থিতি লক্ষ করা গেছে এদিনের মিছিলে।

Comments :0

Login to leave a comment