WTT Chennai Star Contender

টেবিল টেনিসে আগমন দিব্যংশীর

খেলা

14-year-old-divyanshi-bhowmick-announces-her-arrival-in-professional-table-tennis-career

বিশ্ব টেবিল টেনিস বা WORLD TABLE TENNIS ( WTT ) এর ষ্টার কন্টেন্ডার চেন্নাইয়ে আগমন ঘটল বছর ১৪-র দিব্যংশীর। শুক্রবার বছর ৪২-র অচিন্ত্য শরৎ কমল যখন নিজের শেষ প্রতিযোগিতা খেলা শুরু করলেন তখন বছর ১৪-র  দিব্যংশী ভৌমিক আগমন ঘটালেন নিজের পেশাদারি ক্যারিয়ারের। চেন্নাইয়ের নেহেরু কোর্টে তার বছর ১৫-র প্রতিপক্ষ ইতালির জিওর্জিয়া পিক্কোলিনের বিরুদ্ধে খেললেন দিব্যংশী। প্রথম গেমে ৩-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন দিব্যংশী। কিন্তু দ্বিতীয় গেমে ১১-৯ ব্যবধানে জয় পান দিব্যংশী। তৃতীয় গেমে পরাজিত হন এই একই ব্যবধানে। চতুর্থ গেমে  নিজের প্রথম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন দিব্যংশী । ইতালিয়ান প্রতিপক্ষের বর্শার ফলার মতো শটগুলি দক্ষতার সাথেই রুখে দিচ্ছিলেন দিব্যংশী। ১১-১ ব্যবধানে এগিয়ে থেকে সেই সময় শুধুমাত্র ডিফেন্স করেই যাচ্ছিলেন দিব্যংশী। সবশেষে ১১-৬ ব্যবধানে জয় পেলেন দিব্যংশী। এই জয়ের সঙ্গে সঙ্গে শেষ ৩২ এ ওঠা ছাড়াও জানান দিলেন পেশাদারি টেবিল টেনিসে তার আগমনেরও।  
 

Comments :0

Login to leave a comment