UEFA CHAMPIONS LEAGUE

জয় পেল আর্সেনাল ও ইন্টার মিলান

খেলা

ARS vs RM UCL QUARTETS ছবি সৌজন্য - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পেল আর্সেনাল ও ইন্টার মিলান। রিয়ালকে চমকে ফ্রি কিকে দুটি দূর্দান্ত গোল করলেন ডেক্লেন রাইস। ৩-০ ব্যাবধানে জেতায় অ্যাডভান্টেজ অবশ্যই আর্সেনালের। তবে দ্বিতীয় পর্বের ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে। যেখানেই সমস্ত অসম্ভবকে সম্ভব করেছে রিয়াল মাদ্রিদ। তাই এই ম্যাচটি নিয়ে এখনই কোনো শেষ কথা বলা যাবেনা। সেমিফাইনালে যেতে রিয়াল মাদ্রিদকে জিততে হবে ৪-০ গোলের ব্যবধানে। অন্য ম্যাচে আলিয়াঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারাল ইন্টার মিলান। গোল করলেন লাউতারো মার্টিনেজ ও ফ্রেত্রেসি। বায়ার্নের হয়ে গোল করেন হ্যারি কেন।

Comments :0

Login to leave a comment