পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ। পাকিস্তান সুপার লিগের একটি প্রদর্শণী ম্যাচ চলাকালীন নবাব আকবর বুগতি স্টেডিয়ামের পুলিশ লাইনের কাছে বিষ্ফোরণটি ঘটে। ঘটনায় পাঁচজন আহত হলেও হতাহতের কোনও খবর নেই। আক্রমণের দায় স্বীকার করেছে তেহেরিক-তালিবান-পাকিস্তান নামে উগ্রপন্থী সংগঠন। বিস্ফোরণের পরেই পাকিস্তানের দুই খেলোয়ার বাবর আজম ও শাহিদ আফ্রিদিকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানায় পাকিস্তান পুলিশ। বিষ্ফোরণের জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকে ম্যাচ।
রবিবার পাকিস্তান সুপার লিগের দুই দল কোটা গ্ল্যাডিয়েটর ও পেশাওয়ার জালিমির মধ্যে একটি প্রদর্শণী ম্যাচ হচ্ছিল। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে ষ্টেডিয়াম। তার কিছু পরেই পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা খেলোয়ারদের নিরাপদ স্থানে নিয়ে যায়। সেই সঙ্গে দর্শকদেরও নিরাপদে ষ্টেডিয়াম থেকে বের করে। বেশ কয়েক ঘন্টা পরে নিরপত্তার বিষয়টি ক্ষতিয়ে দেখে পুলিশ সবুজ সঙ্কেত দিলে ফের ম্যাচ শুরু হয়।
Comments :0