আইপিএলে ফের হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। পাঞ্জাবের কাছে ১৮রানে হারল ধোনিরা। প্রথমে ব্যাট করে ২১৯ রান করে পাঞ্জাব। প্রিয়াংশ আর্জ ৪২ বলে ১০৩ রান করেন। শশাঙ্ক করেন ৫২ রান। লকি ফার্গুসন দুটি উইকেট নেন। জবাবে চেন্নাই করে ২০১ রান। রচিন রবীন্দ্র করেন ৩৬ রান। ধোনি করেন১২বলে ২৭রান। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টের কাছে হেরে গেল কেকেআর।
Comments :0