কলকাতার বাইরে ২৭ নম্বর এক্সবিসন ডার্বিতে জয় পেলো মোহনবাগান। ৯০ মিনিটের শেষে ১ - ১ থাকার পর পেনাল্টি শুট আউটে ৩ - ২ গোলে জয় পেলো মোহনবাগান।
ম্যাচের ২৬ সেকেন্ডে সুহেল ভাট গোল করলেও রেফারি অফসাইডের জন্য সেটা বাতিল করে দেন । ১৮ মিনিটে সালাহউদ্দিনের ফ্রি কিক দুর্দান্ত গোলে এগিয়ে যায় মোহনবাগান গোল করেন সুহেল ভাট। প্রথমার্ধে দাপিয়ে ফুটবল খেলার পর দ্বিতীয়ার্ধেও বেশ ভালই খেলছিল বাগান।
কিন্তু প্রতি আক্রমণে ৭১ মিনিটে আমানের পাস থেকে গোল শোধ করেন ইস্টবেঙ্গলের মহম্মদ আশিক । ৮০ মিনিটে আমানকে মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন সায়ন ব্যানার্জি । ৮৩ মিনিটের মাথায় স্টেডিয়ামের লাইট চলে যাওয়ায় খানিকক্ষণ বন্ধ থাকে ম্যাচ। ৯০ মিনিটের শেষে খেলার ফল ১ - ১ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটে ইস্টবেঙ্গলের হয়ে মিস করেন বিষ্ণু ও মিশাহুল। গোল করেন আশিক ও জাগু মান্ডি।
মোহনবাগানের হয়ে মিস করেন শিবাজিৎ ও কাস্তানা। গোল করেন তন্ময়, রানা ভাট ও সেন্টো।
১৮ আগস্ট ডার্বি থেকে বঞ্চিত হয়েছিলেন দুই প্রধানের সমর্থকরা। আর জি কর কাণ্ডে বিচারের দাবি উঠবে গ্যালারিতে, সেই ভয়েই বাতিল হয় ডুরান্ডের ম্যাচ। পরদিনই যুবভারতীতে সেই বিচারের দাবিতে শামিল ছিলেন কলকাতার তিন বড় দলের সমর্থকরাই।
সোমবার দুই প্রধান মুখোমুখি হচ্ছে লক্ষ্ণৌয়ে। ডুরান্ডে পরে ইস্টবেঙ্গল হেরে যাওয়ায় সেই সুযোগ ছিল না। তবে আজ সন্ধ্যায় ডার্বির রং গায়ে মাখার সুযোগ পাচ্ছেন সবুজ মেরুন ও লাল হলুদ সমর্থকরা।
এই খেলা যদিও হবে উত্তর প্রদেশে। চিফ মিনিস্টারস কাপে মুখোমুখি হবে দুই দল লক্ষ্ণৌয়ের কে ডি সিং স্টেডিয়ামে। এটি আসলে চ্যারিটি ম্যাচ। রাজ্য সরকারের অনুষ্ঠান ঘিরে হচ্ছে এই ম্যাচ।
খেলা দেখা যাবে সন্ধ্যা ৬.৩০ থেকে ডিডি স্পোর্টস চ্যানেলে।
Comments :0