GK — TAPAN KUMAR BIRAGYA | NATUNPATA — 19 APRIL 2024

জানা অজানা — আকাশে বিচরণকারী প্রথম মানুষ — তপন কুমার বৈরাগ্য — নতুনপাতা | ১৯ এপ্রিল ২০২৪

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA  19 APRIL 2024

জানা অজানা

আকাশে বিচরণকারী প্রথম মানুষ
তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা

দুই ফরাসী যুবক।যাদের নাম ছিলো রোজিয়ার ও অরল্যান্ডিস।
যাদের স্বপ্ন ছিলো আকাশে ওড়া। কিভাবে ওড়া যাবে
দুজনায় বসে বসে নানা পরিকল্পনা করতে থাকেন।কিন্তু
তাঁদের পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয় না।
তবু তাঁরা থেমে থাকেন না।নানা পরিকল্পনা মাথায় আসে।
দুজনা ছিলো হরিহর আত্মা। অবশেষে দুজনার মাথায়
একটা সুন্দর চিন্তা এলো।তাঁরা বেশ কিছুদিন পরিশ্রম
করে ৫৮ফুট চওড়া লিনেনের আস্তরণ দেওয়া একটা 

কাগজের ব্যাগ বানিয়ে ফেললেন।লিনেন যা শণ গাছের তন্তু থেকে
তৈরি করা হল।যা খুব শক্তিশালী।যার তাপ সহ্য করার
ব্যাপক ক্ষমতা আছে।এই ব্যাগের সঙ্গে একটা একমুখ
খোলা বাক্স শক্ত করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো।ব্যাগের
ভেতর থেকে যাতে বাতাস না বেড়িয়ে যায় তারও ব্যাবস্থা
করলেন।এবার সেই ব্যাগের মধ্যে একটা ছিদ্র দিয়ে
গরম বাতাস পুড়ে দিলেন।ব্যাগটা গরম বাতাসে পরিপূর্ণ
হয়ে উঠলো।তারপর ব্যাগের মুখটা ভালো করে
বন্ধ করে দিলেন; যাতে এক বিন্দুও বাতাস  বাইরে বের
হতে না পারে।বাক্সটা সাত আট জন লোক শক্ত করে
ধরে থাকলেন।যাতে ব্যাগশুদ্ধ বাক্সটা উপরে না যেতে পারে।
এবার তারা বাক্সের মধ্যে গিয়ে ভালো করে বসলেন।
এবার সাত আট জন লোক সেই ব্যাগ শুদ্ধ বাক্সটা
ছেড়ে দিলেন।একটু একটু করে সবাইকে অবাক করে
বাক্স শুদ্ধ ব্যাগটা উপরের দিকে উঠতে লাগল।
সেদিন তারা  এই  যানে করে ৫০০ফুট পরিভ্রমণ করেছিলেন।
তাঁদের স্বপ্ন পূরণ হলো।তারা মাটিতে নেমে পরস্পর
পরস্পরকে জড়িয়ে ধরলেন।এরাই হলো সর্বপ্রথম 
আকাশে বিচরণকারী মানুষ।এই শুভ দিনটা ছিলো
১৭৮৩সালের২১শে নভেম্বর।সেদিন সকলে জেনে
গেলেন রোজিয়ার ও অরল্যান্ডিসের নাম। 

Comments :0

Login to leave a comment