Grant Wahl death during match

আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মৃত্যু সাংবাদিকের

খেলা আন্তর্জাতিক

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন খবর সংগ্রহ করতে করতেই কাতারে মৃত্যু হলো  মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াহলের। তিনি সিবিসি স্পোর্টস, এনবিসি নিউস ও সাবস্ট্যাকসের ক্রীড়া সাংবাদিক ছিলেন। লুসাইল স্টেডিয়ামে আর্জেটিনা-নেদারল্যান্ডস ম্যাচের এক্সট্রা টাইম শেষ হওয়ার ঠিক চার মিনিট আগে নিজের আসনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তার পাশে থাকা সাংবাদিকরা চিকিৎসার জন্য সাহায্য চায়। মুহূর্তের মধ্যে গ্রান্টকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


গ্রান্টের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার পরিজনেরা। যদিও গ্রান্টের ভাই এরিক দাবি করেছেন তাঁকে খুন করা হয়েছে।  দিন দুই আগে একটি পডকাস্টে গ্রান্ট জানিয়েছিলেন করেছিলেন তাঁর শরীর ভালো নেই। প্রায় ১০ দিন ভাল করে ঘুম হয়নি ও ঠান্ডা লেগে তার বুকে সমস্যা হচ্ছে। চিকিৎসক দেখিয়ে ওষুধ খেয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনও কাতার সরকারের তরফে জানানো হয়নি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফানতিনো (FIFA president Gianni Infantino) । ৮ টির বেশি বিশ্বকাপে সাংবাদিকতা করায় গ্রান্ট ওয়াহলকে কয়েক মাস আগেই বিশেষ সম্মান দিয়েছিল ফিফা।

Comments :0

Login to leave a comment