Indian Premier League

আইপিএলের ফাইনাল সরলো আহমেদাবাদে

খেলা

মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিলো আইপিএলের প্লে অফ এবং ফাইনালের ভেন্যু।  এবছর আইপিএল লিগ পর্যায়ে শেষ হচ্ছে ২৭ মে। মাঝে একদিনের বিরতি, ২৯ মে থেকে শুরু প্লে-অফ। প্লে-অফের ম্যাচগুলি হবে  মল্লানপুরের স্টেডিয়ামে। ৩ জুন আইপিএল ফাইনাল হচ্ছে না কলকাতার ইডেন গার্ডেনে স্টেডিয়ামে। মঙ্গলবার বিসিসিআই'র তরফে ঘোষণা করা হয় চলতি বছরের ফাইনাল হবে গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে অফ হবে মুল্লানপুরে। ভারত - পাক সামরিক সংঘাতের কারণেই প্রায় সপ্তাহখানেক বন্ধ ছিল আইপিএল। পুনরায় তা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment