মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিলো আইপিএলের প্লে অফ এবং ফাইনালের ভেন্যু। এবছর আইপিএল লিগ পর্যায়ে শেষ হচ্ছে ২৭ মে। মাঝে একদিনের বিরতি, ২৯ মে থেকে শুরু প্লে-অফ। প্লে-অফের ম্যাচগুলি হবে মল্লানপুরের স্টেডিয়ামে। ৩ জুন আইপিএল ফাইনাল হচ্ছে না কলকাতার ইডেন গার্ডেনে স্টেডিয়ামে। মঙ্গলবার বিসিসিআই'র তরফে ঘোষণা করা হয় চলতি বছরের ফাইনাল হবে গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্লে অফ হবে মুল্লানপুরে। ভারত - পাক সামরিক সংঘাতের কারণেই প্রায় সপ্তাহখানেক বন্ধ ছিল আইপিএল। পুনরায় তা শুরু হয়েছে।
Indian Premier League
আইপিএলের ফাইনাল সরলো আহমেদাবাদে

×
Comments :0