R G Kar: Sujan Chakrabarty

খুন-ধর্ষণ কাণ্ডে বিচার শেষ পর্যন্ত দিতে হবে, প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর

রাজ্য কলকাতা

আর্থিক দুর্নীতি মামলায় হলেও শেষমেষ গ্রেপ্তার সন্দীপ ঘোষ।  রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দেওয়ার সবরকম চেষ্টা করেছিল। কিন্তু খুন ও ধর্ষণ কাণ্ডে বিচার শেষ পর্যন্ত দিতে হবে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর সিবিআই’র উদ্দেশ্যে একথা বললেন সুজন চক্রবর্তী। 
তিনি বলেন, কেন গত এক বছরে আর্থিক দুর্নীতি মামলায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কে দুর্নীতি ধামাচাপা দিয়ে রেখেছিল। ভিজিল্যান্স সহ সবদিকে জানিয়েও কেন তদন্ত হয়নি, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন এর উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সিবিআই-কে দুর্নীতির নথি দেন বলে জানা গিয়েছে। আখতার আলি তার আগে সংবাদমাধ্যমেও আর জি কর হাসপাতালে প্রতিটি ক্ষেত্রে এই সন্দীপ ঘোষ এবং তাঁর সহযোগীদের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তিনি যে প্রশাসনে জানিয়েও সুবিচার পাননি, জানিয়েছিলেন সেই খেদও। 
চক্রবর্তী বলেন, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে। কিন্তু আর জি করে ধর্ষণ-খুনের অপরাধে বিচার চাইছে সারা বাংলা। সন্দীপ ঘোষ এবং তাঁর বাহিনী রাজ্য প্রশাসনের মদতে ধামাচাপা দিতে সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে। তা নিয়ে কোনও সন্দেহই নেই। ফলে আর জি করে ধর্ষণ খুনের বিচার দিতে হবে। অপরাধী প্রত্যেককে, মাথা পর্যন্ত, গ্রেপ্তার না হওয়া অব্দি বিচার মিলবে না। বিচারের দাবিতে লড়াই চলবে।

Comments :0

Login to leave a comment