indian premier league

সমালোচনার জবাব ব্যাটেই দিলেন ভেঙ্কটেশ

খেলা

KKR vs SRH IPL MATCH

গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮০রানের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০০ রানের লক্ষ্য হায়দরাবাদকে কেকেআর দিতে পেরেছিল মূলত ভেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ইনিংসের দ্বারাই। ২৯বলে ৬০রান করেন ভেঙ্কটেশ। নিলামে নাইটরা তাকে প্রায় ২৪কোটি অর্থমূল্য দিয়ে ধরে রেখেছিল। এতে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাইট ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচগুলোতে সেই অনুযায়ী পারফরম্যান্স আসছিল না ভেঙ্কটেশের ব্যাট থেকে। তবে তারকারা সঠিক সময়েই জ্বলে ওঠেন। হায়দরাবাদের বিরুদ্ধেই ভেঙ্কটেশ প্রমাণ করলেন যে ২৪কোটি অর্থমূল্যটি তার জন্য ব্যায় করা হয়েছে তা যথাযথ। প্যাট কামিংস থেকে শুরু করে মহম্মদ শামি। কোনো বোলারই নিস্তার পাননি ভেঙ্কটেশের এই ঝোড়ো ইনিংসের সামনে। শেষ ৪-৫ ওভারে তারই বাউন্ডারি ও ওভারবাউন্ডারির বর্ষনে ২০০ রানের শৃঙ্গে পৌঁছায় কেকেআর। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৮এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দলের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment