Pahalgam Left Front

সন্ত্রাসবাদ মোকাবিলায় জনতার ঐক্যের আহ্বানে কলকাতায় মিছিল বামফ্রন্টের

রাজ্য

শুক্রবার পহেলগামের সনত্রাসের প্রতিবাদে মিছিল কলকাতায়।

অরিজিৎ মণ্ডল ও প্রিতম ঘোষ

সংকটের সময়ে সবাইকে এক হতে হয়। সংকটের সময়ে যারা বিভাজন ছড়াচ্ছে তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করছে না।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে মিছিলে এই মর্মে জোরালো বার্তা দিয়েছে বামফ্রন্ট। শুক্রবার ধর্মতলা থেকে শুরু হয়ে শিয়ালদহ অভিমুখে চলেছে এই মিছিল।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, যখনই মানবিকতা আক্রান্ত হয়েছে পথে নেমেছে কলকাতার জনতা। সন্ত্রাসবাদ, সাম্রাজ্যবাদ বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবারই প্রতিবাদ জানিয়েছে। সেই ধারা বজায় রেখেই এই মিছিল। সকলকে ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে। 
মিছিলে যোগ দিয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই নেত্রী মধুছন্দা দেব, গৌতম রায়, ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চ্যাটার্জি প্রমুখ। 
মিছিলে স্লোগান উঠেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। স্লোগান উঠেছে সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও।
উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশ এই বিপদে সময়ে ধর্মীয় মেরুকরণে তৎপর। কাশ্মীরের মানুষকেও আক্রমণের লক্ষ্য করছে এই বাহিনী। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার গুরুতর গলদে দায়ী কেন্দ্রের বিজেপি সরকারকেও আড়াল করা চেষ্টা চলছে।
মিছিলে স্লোগান উঠেছে, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সুদৃঢ় করতে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকে।

Comments :0

Login to leave a comment