গতকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-আন্দামান সাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
শনিবার এই নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার জেরে বৃষ্টি হবে এরাজ্যে। আলিপুর হাওয়া অফিস নজর রাখছে এই নিম্নচাপের উপর। স্থলভাগে কোন পথে প্রবেশ করবে, ঘূর্ণিঝড়ের তীব্রতা কত হবে তা পরবর্তীতে জানানো হবে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গে বৃষ্টি হবে আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহের বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মৎসজীবিদের আগামী সোমবারের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
Comments :0