Kalinga Super Cup

সুপার কাপের দল ঘোষণা মোহনবাগানের

খেলা

MBSG squad ছবি সৌজন্য - মোহনবাগান সুপার জায়ান্টস অফিসিয়াল ফেসবুক পেজ

আগামী ২৬তারিখ সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে আইএসএল শিল্ড ও কাপ জয়ী মোহনবাগান। নকআউটে তাদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স সুপার কাপ থেকে নিজেদের নাম তুলে নেওয়ার ফলেই ইস্টবেঙ্গলকে হারানো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান। সদ্য সুপার কাপের দল ঘোষণা করেছে মোহনবাগান। সিনিয়র দল থেকে রয়েছেন দীপেন্দু , সুহেল , ধীরাজ , টাংরি , গ্লেন , আশিক , সাহাল , অভিষেকরা। এছাড়াও একমাত্র বিদেশী হিসেবে গত বছর সই করানো পর্তুগিজ নুনো রেইসও রয়েছেন দলে। রিসার্ভ দলেরই বেশিরভাগ ফুটবলাররা রয়েছেন স্কোয়াডে। রাজ্ বাসফোর , আমানদীপ ,  শিবম , সৌরভ , শিবাজিৎ, সালাহউদ্দিন, রবি বাহাদুর রানা , পাসাং তামাংরা রয়েছেন দলে। এই প্রতিযোগিতায় দলের দায়িত্বে থাকবেন কোচ বাস্তব রায়। তিনি জানিয়েছেন ' মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবলে ফুল টিম খেলাতো । কিন্তু জুনিয়র ফুটবলারদের সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট । এটাই ওদের প্রমান করার মঞ্চ '। জুনিয়র দল RFDL চ্যাম্পিয়ন হয়েছে এবং সিনিওর দল শিল্ড ও কাপ জিতেছে। এই দুই দলের সমন্বয়েই গঠিত হয়েছে সুপার কাপের স্কোয়াড। এই প্রসঙ্গে বাস্তব বলেন ' দুই দলই নিজের নিজের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তাই খুব একটা অসুবিধা হবেনা। আমার মূল লক্ষ্য এদের মধ্যে কম্বিনেশন গড়ে তোলা '। তিনি আরও যোগ করেন ' কেরালা ধারেভারে আমাদের থেকে কিছুটা এগিয়েই রয়েছে । তবে ভালো দলের বিরুদ্ধে না খেললে আমি বুঝতে পারবোনা যে আমাদের পরবর্তি প্রজন্ম কি তৈরী হচ্ছে '। বাস্তব এবং ম্যানেজমেন্টের হাবভাবেই স্পষ্ট যে , পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের দেখে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতায় নামছে তারা। জুনিয়রদের কাছেও সুযোগ নিজেদের প্রমান করার।    

Comments :0

Login to leave a comment