Maggie Smith Died

হ্যারি পটার খ্যাত ম্যাগি স্মিথ প্রয়াত

আন্তর্জাতিক

প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী ম্যাগি স্মিথ। নতুন প্রজন্ম তো বটেই, বিশ্বে বহু অংশের কাছেই তিনি হ্যারি পটারের ‘প্রোফেসর ম্যাকগোনাগল‘। 
স্মিথের কৃতিত্ব যদিও শিশু জাদুকরের চরিত্র নিয়ে তৈরি পর চলচ্চিত্রে অভিনয় কেবল নয়। তিনি সেই বিরল অভিনেতাদের অন্যতম যাঁরা অস্কার, এম্মি এবং টোনি পুরস্কার পেয়েছেন। অস্কার পেয়েছেন দু’বার। মঞ্চে অভিনয় করেছেন ১৯৫০ থেকে। 
স্মিথ প্রথম আকাদেমি পেয়েছিলেন লরেন্স অলিভারের সঙ্গে ‘ওথেলো’-তে ডেসডেমোনা চরিত্রে অভিনয় করে। ১৯৬৫-তে পান এই পুরস্কার। ১৯৬৯-এ ‘দ্যা প্রাইম অফ মিস জাঁ ব্রডি’ চলচ্চিত্রে এডিনবার্গের স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় করে অস্কার পান। 
কমেডি ‘ক্যালিফোর্নিয়া সুট’-এ অভিনয়ের জন্য দ্বিতীয়বার অস্কার পান ১৯৭৮-এ। 
প্রয়াণের সময় ম্যাগি স্মিথের বয়স ছিল ৮৯।

Comments :0

Login to leave a comment