Gujarat Election Jignesh Mevani

‘নিঃশব্দ ঢেউ’ দেখবে গুজরাট, দাবি জিগনেশ মেওয়ানির

জাতীয়

Silent Wave in Gujarat Claims Mevani

উগ্র হিন্দুত্বের জিগির তুলে এবারও ভোট পার হতে চাইছে বিজেপি। তবে এবার গুজরাটে প্রতিবাদের ‘নিঃশব্দ ঢেউ’ উঠবে। সংবাদসংস্থা’কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী এবং বিধায়ক জিগনেশ মেওয়ানি। 

যুব অংশের প্রতিনিধি মেওয়ানি রাজ্যের রাজনীতিতে আলোচনায় এসেছেন দলিত নির্যাতন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে। বডগাম কেন্দ্রের বিধায়ক তিনি। গতবার জয়ী হন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে। এবার কংগ্রেস প্রার্থী হয়েই লড়ছেন তিনি। এই কেন্দ্র তফসিলি জাতি সংরক্ষিত। জাতীয় স্তরের বিভিন্ন আন্দোলনে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী বিভাজনের প্রতিবাদে শামিল হয়েছেন এই বিধায়ক। 

মেওয়ানি বলেছেন, ‘‘গুজরাটের নির্বাচন দেশকে নতুন দিশা দেখাবে। মানুষের কাছে প্রধান বিষয় স্বৈরতন্ত্র, বেকারি এবং মূল্যবৃদ্ধি। জনতার রায়ে ‘নিঃশব্দ ঢেউ’ দেখা যাবে।’’ 

কংগ্রেস গুজরাটের ভোটে জোরালো প্রচার করছে না, এমন আলোচনা রয়েছে রাজ্যের পাশাপাশি দেশেও। দলের নেতা রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন। ভোটের আগে বাণিজ্যিক সংবাদমাধ্যমে প্রকাশিত সমীক্ষায় বিজেপি’র জয়কে নিশ্চিত বলে দেখানো চলছে। 

মেওয়ানি বলেছেন, ‘‘হিন্দুত্বের জিগির এবার কাজে আসবে না।’’ অন্য এক প্রশ্নে তিনি বলেন, ‘‘এটা ঠিক যে মোদীকে ঘিরে অপরাজেয় ভাবমূর্তি থেকেছে। কিন্তু পেশাদারি কৌশলে এই ভাবমূর্তি তৈরি করা হয়েছে। অর্থবল, জনসংযোগ এবং ভাবমূর্তি নির্মাণের কৌশল কাজে লাগিয়ে তা করা হয়েছে।’’ 

মেওয়ানির সংযোজন, ‘‘মোদীকে বহু মানুষ ভালবেসে ভোট দিয়েছেন, একবার নয় দু’বার। কিন্তু বেকারি এতটুকু কমেনি। কাজের সুযোগ বাড়েনি। মানুষ দেখেছেন দমন চালাতেই উৎসাহী সরকার। বিরোধী স্বর হলেই তার ওপর আক্রমণ নেমে আসছে, তা তিনি রাজনৈতিক বিরোধী হন বা সাংবাদিক বা আইনজীবী।’’ 

Comments :0

Login to leave a comment