Jose Molina

মোহনবাগানের কোচ হলেন মোলিনা

খেলা

মোহনবাগানের নতুন কোচ হলেন জোসে মোলিনা। ২০১৬ সালে অ্যাটলেটিকো কলকাতার কোচ ছিলেন তিনি। প্রথম বছরই ভারতে এসে ট্রফি যেতেন তিনি। তারপর আর তাকে কোচের পদে দেখা যায়নি।
গত বছর ফেরান্দকে সরিয়ে হাবাসকে কোচ করা হয়। হাবাসের কোচিংয়ে শিল্ড যেতে বাগান। স্প্যানিশ কোচ আগেই জানিয়ে ছিলেন অসুস্থতার জন্য তিনি আর দায়িত্ব সামলাতে পারবেন না।
উল্লেখ্য ২০১৬ সালেও হাবাসের বদলে কোচ করা হয়েছিল মোলিনাকে।

Comments :0

Login to leave a comment