আজ ২৫ মার্চ । ১৯৫৮ সালে আজকের দিনে জন্মেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। ১৯৭৭ সালে অনূর্ধ্ব ২২ ভারতীয় দলে তিনি ডাক পান ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য। তাকে ডেকে পাঠিয়েছিলেন স্বয়ং কপিল দেব। ১৯৭৯ তে ভারতের বোর্ড প্রেসিডেন্ট দলে সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি । ১৯৮০ তে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিষেক ঘটে তার।১৯৮১ তে ওয়েলিংটনে ই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই তিনি খেলেন তার প্রথম টেস্ট ম্যাচও। দলীপ ট্রফি , ইরানী, দেওধর ট্রফিতে কপিল দেব , যোগরাজ সিং, , অমরনাথ, মদনলালের সেই সময় প্রায় নিয়মিতই ভারতীয় দলে সুযোগ পাওয়া। যোগরাজ সিং ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় যুবরাজের সিংয়ের বাবা ।
Comments :0