আজ ১৭ফেব্রুয়ারি। ২০০০ সালের আজকের দিনে জাতীয় লীগে চার্চিল ব্রাদার্সের কাছে ২-২ গোলে আটকে গেছিল মোহনবাগান। ম্যাচটি মূলত ছিল শীর্ষ ও দ্বিতীয় স্থানীয় দুই দলের ম্যাচ। ম্যাচটির আগে মোহনবাগানের ১৪ ম্যাচে ২৮ ও চার্চিলের ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট ছিল। সেবার জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন মোহনবাগানের উজবেকিস্তানের স্ট্রাইকার ইগর শিভকিরিন। ম্যাচের ৩ মিনিটে স্টিফেন ও ৬০ মিনিটে ইগরের গোলে পর পর দুইবার এগিয়ে গিয়েও ৮ ও ৬৬ মিনিটেই সেই মোহনবাগান রক্ষণের ভুলেই গোল করে যান চার্চিলের ফ্রান্সিস ও ওসুমনু। এই গুরুত্বপূর্ণ ম্যাচে যুবভারতীতে সেদিন আটকে গেলেও শেষ পর্যন্ত লীগ জয়ের শিরোপা উঠেছিল মোহনবাগানেরই হাতে।
বর্তমান সময়ে চার্চিল আইলীগেই খেলছে। তারা রয়েছে টেবিলের শীর্ষে। তাদের লক্ষ্য আইলীগ জিতে আইএসএলে আসা। একটা সময়ে গোয়া থেকেই খেলতো বেশিরভাগ দলগুলি। চার্চিল, ডেম্পো, সালগাঁওকর ও স্পোর্টিং ক্লুব দি গোয়া খেলতো জাতীয় লীগে। গোয়ার প্রত্যেকটা দলই টক্কর দিত দুই প্রধানকে। আইএসএল আসার পর এই দলগুলি তাদের রিসার্ভ দল খেলায় আইলীগেই। তাই যদি চার্চিল এই মরশুমে চ্যাম্পিয়ন হতে পারে। তবে পরের মরশুম থেকে আবারও দেখা মিলবে বাংলা গোয়া ডার্বি ম্যাচের। এছাড়াও এফসি গোয়ার সঙ্গেও চার্চিলের ডার্বি ম্যাচ হবে।
Comments :0