ICC WORLD CUP 2003

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল আজকের দিনে

খেলা

On-This-Day-2003-Australia-Won-Their-3rd-WC--They-Won-Over-India

আজ ২৩ মার্চ। আজ থেকে ঠিক ২২ বছর আগে ২০০৩ সালের আজকের দিনেই তৃতীয়বার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে তারা হারিয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন রিকি পন্টিং এবং ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথমে ব্যাট করে ৩৫৯ রান করেছিল অজিরা। যার মধ্যে অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন রিকি পন্টিং। ১২১ বল খেলে করেছিলেন ১৪০ রান। তাকে যোগ্য সহায়তা দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। করেছিলেন ৫৭ রান। ডেমি মার্টিন করেছিলেন ৮৮রান। ভারতের হয়ে হরভজন মাত্র ২টি উইকেটই ফেলতে পেরেছিলেন। গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেনের ( ৩৭ ) ।

দ্বিতীয় ইনিংসে বড় রান তাড়া করতে নেমে শচীন মাত্র ৪ রানে আউট হন। বীরেন্দ্র শেহবাগ করেন ৮২ রান। পন্টিংয়ের মতো অধিনায়কোচিত ইনিংস খেলতে পারেননি সৌরভ। করেছিলেন মাত্র ১৪ রান। ৪৭ রান করে দ্রাবিড় কিছুটা লড়াইয়ে রাখলেও । ভারত এই ম্যাচে পাড় করতে পারেনি ২৫০ রানের গন্ডিও। ৩৯.২ ওভারে ২৩৪ রানেই শেষ হয়েছিল ভারতের ইনিংস এবং সেসঙ্গে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নও। তৃতীয়বার বিশ্বজয় করে ৫০ ওভারের ক্রিকেট ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। প্রথবার কোনো দল মোট ৩বার বিশ্বকাপ জিতেছিল। তারা স্পর্শ করেছিল ৭৫ ও ৭৯ তে ওয়েস্ট ইন্ডিজের পর পর দুইবার বিশ্বজয়ের রেকর্ডও। ২০০৭ এ অবশ্য অধিনায়ক হিসেবে ক্লাইভ লয়েডের পর পর দুইবার বিশ্বজয়ের রেকর্ডও স্পর্শ করেছিলেন পন্টিং। ভারতের স্বপ্নপূরণ হয়েছিল এর ঠিক ৮ বছর পর। ২০১১ য় ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয় করেছিল ধোনির ভারত।

Comments :0

Login to leave a comment