আজ ২০ ফেব্রুয়ারি। ২০১৫ র আজকের দিনেই যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ৪ -১ গোলে হারিয়েছিল মোহনবাগান। সেই সময় দলের কোচ ছিলেন সঞ্জয় সেন। এই ম্যাচের পরই প্রশস্ত হয়েছিল মোহনবাগানের আইলিগ জয়ের পথ। ৮ মিনিটের মাথায় সুনীলের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। এর ঠিক পরেই শুরু সবুজ মেরুন ঝড়। একদা সমর্থকদের নয়নের মণি সোনি নর্দী করেছিলেন দুটি গোল। ৩১ ও ৭৬ মিনিটে একক দক্ষতায় বদলে দিয়েছিলেন ম্যাচের রঙ। ৮৬ মিনিটে তারই পাস থেকে গোল করেছিলেন কাতসুমি ইউসা। ম্যাচের শেষদিকে বিক্রমজিৎ সিংয়ের দূরপাল্লার শটে সেদিন ৪ গোল করেছিল মোহনবাগান। ফিরতি লেগে ৩১ মে কান্তিরাভায় ড্র করেই আইলিগ ঘরে তুলেছিল সবুজ মেরুন।
Comments :0