আজ ২১মার্চ। ১৯৬৩ সালের আজকের জন্মেছিলেন জার্মানি ও নেদারল্যান্ডসের দুই বিশ্ববরেণ্য ফুটবলার লোথার ম্যাথিউস এবং রোনাল্ড কোম্যান। ১৯৮৩ তে গ্রিনিনজেন থেকে ক্যরিয়ার শুরু করেন কম্যান। এরপর আয়াক্স দলের হয়ে জিতেছেন knvb কাপ ও এরিডেভিস লিগ।১৯৮৮ তে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। জাতীয় দলের হয়ে ওই বছরই জিতেছিলেন উয়েফা ইউরো। সেই বছর ডাচ ফুটবলার অফ দ্যা ইয়ারের পুরস্কারও জিতেছিলেন কোম্যান। বার্সিলোনার জার্সিতে মোট ৫বার জিতেছেন লালিগা।কোচ হিসেবে আয়াক্সের হয়ে জিতেছেন এরিডেভিস ২০০২ ও ২০০৪ সালে। বার্সিলোনাকে দিয়েছেন কোপা দেল রে ২০২১ সালে। জাতীয় দলকে ২০১৯ সালে করিয়েছেন নেশনস লিগের রানার্স।
জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস নিজের ক্যরিয়ার শুরু করেছিলেন হেরজোজেন্চ থেকে। ১৯৭৮ সালে । তারপর বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন ৬বার বুন্দেসলিগা, ২বার ডিএফবি পোকাল উয়েফা ইউরোপা লিগ ৯৬ তে এবং চ্যাম্পিয়ন্স লিগে দুইবার রানার্স হয়েছেন। জার্মানি থেকে ইতালির ইন্টার মিলানে যোগ দেওয়ার পর জিতেছেন সিরি এ ১৯৮৯ সালে এবং ইউরোপা লিগ ১৯৯১ সালে। এসি ও ইন্টার মিলানের স্টেডিয়াম সান সিরোর মিউজিয়ামে ইন্টার মিলান পরা তার ১০ নম্বর জার্সিটি সযন্তে রাখা রয়েছে। জাতীয় দলের জার্সিতে ১৯৯০ সালে বিশ্বকাপ ছাড়াও জিতেছেন ইউরো ১৯৮০তে। ব্যাক্তিগত পুরস্কারে ১৯৯০ তে জিতেছেন ব্যালন ডি অর।১৯৯১ তে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্যা ইয়ার হয়েছিলেন ১৯৯০ ও ১৯৯৯ তে জার্মান প্লেয়ার অফ দ্যা ইয়ার হয়েছেন।
Comments :0