তামিলনাডুতে জুনিয়র হকি বিশ্বকাপে যোগ দেবে না পাকিস্তান। সামনের নভেম্বর-ডিসেম্বরে তামিলনাডুর চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকি বিশ্বকাপের বিভিন্ন খেলা।
সংবাদসংস্থা জানাচ্ছে ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর হবে টুর্নামেন্ট।
আন্তর্জাতিক হকি ফেডারেশন শুক্রবার জানিয়েছে যে পাকিস্তান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার চিঠি দিয়েছে। পাকিস্তানের হকি ফেডারেশন জানিয়েছে যে ভারতের বাইরে ‘নিরপেক্ষ দেশে বিশ্বকাপ হলে তারা যোগ দেবে’।
বি-গ্রুপে ভারত, চিলি, সুইৎজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তানও। নাম তুলে নেওয়ার ফলে বিকল্প দলের ব্যবস্থা করা হবে।
এর আগে গত আগস্ট-সেপ্টেম্বরে বিহারের রাজগিরে এশিয়া কাপ থেকেও নাম তুলে নিয়েছিল পাকিস্তান।
Junior Hockey WC Pakistan
তামিলনাডুতে জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম তুলে নিল পাকিস্তান
×
Comments :0