Prathamesh Jawkar

২০২৮ অলিম্পিকে ফিরছেন প্রথমেশ

খেলা

Prathameshs debut in 2028 Los Angeles Oliympic

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC জানিয়েছে যে আগামী ২০২৮ অলিম্পিকে মিক্সড ইভেন্টে অভিষেক ঘটতে চলেছে প্রথমেশ জৌকাকের। ২০২৩এ তীরন্দাজি বিশ্বকাপ জয়ের পর এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন প্রথমেশ। তবে মিক্সড ইভেন্টে অভিজ্ঞতা কম রয়েছে এই বছর ২১-র প্রথমেশের। তবে ২০১৫থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া কোচ চন্দ্রকান্তের সঙ্গে ফের একবার জুটি বাঁধবে প্রথমেশ আগামী সেপ্টেম্বরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। ২০০৪সালে মহারাষ্টের বুলদানায় জন্ম এই তরুণ তীরন্দাজের। ২০২৩এ মাত্র ১৯বছর বয়সে বিশ্বকাপ জিতে প্রচারের আলোয় চলে আসেন প্রথমেশ। ২০২৮ অলিম্পিক হতে চলেছে মার্কিন যুক্তরাষ্টের লস এঞ্জেলেসে।

Comments :0

Login to leave a comment