R G KAR: RALLY Slum dwellers

বিচার চেয়ে কলকাতায় মিছিল বস্তিবাসীদের, মালদহে রাস্তায় শ্রমিকরা

রাজ্য

শোভাবাজারে বস্তিবাসীদের মিছিল।

কেবল আদালতের নজরদারি নয়। জনতা নজরে রেখেছে আর জি কর কাণ্ডে তদন্ত এবং বিচারের প্রক্রিয়া। দোষীদের শাস্তির দাবিতে সব অংশ নামছে পথে। মঙ্গলবার কলকাতায় মিছিল করেছেন বস্তিবাসীরাও। মালদহে মিছিল করেছেন শিল্পাঞ্লের শ্রমিকরা।
এদিন শোভাবাজার মেট্রো স্টেশন থেকে শ্যামবাজার পর্যন্ত বস্তিবাসীদের বিশাল মিছিল হয়েছে। আয়োজক পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা কমিটি।
এদিনও বিচারের দাবিতে প্রতিবাদে নেমেছে রাজ্যের সব অংশ। কলকাতার পাশপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে মিছিল। 
মঙ্গলবার ওল্ড মালদহের নারায়ণপুর শিল্পাঞ্চলে ইস্ট ওয়েস্ট নাম সিল্ক ফ্যাক্টরির শ্রমিকরা কারখানা গেট থেকে ধিক্কার মিছিল বের করেন। গোটা শিল্পাঞ্চল পরিক্রমা করে কারখানার সামনে শেষ হয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র জেলা সভাপতি প্রণব দাস, অজয় খান ও নিলয় গাঙ্গুলি। মিছিল শেষে ভাষণ দেন অজয় খান। 
এদিন কালিয়াচক-১ ব্লকের এস এফ আই, ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে মঙ্গলবার কালিয়াচক চৌরঙ্গী মোড় থেকে আরজিকরের ঘটনাকে ধিক্কার জানিয়ে একটি মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কালিয়াচক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
এদিন সন্ধ্যায় মালদহের শিল্পী ও সাধারণ মানুষ এক মৌন মিছিলে সামিল হন। মিছিল শুরু হয় মকদুমপুরের বিমল দাস মূর্তির সামনে থেকে। মিছিল গ্রীণ পার্ক, গৌড় রোড মোড় , ২নং কলোনী এলাকা পরিক্রমা করে।

Comments :0

Login to leave a comment