আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের উপর নারকীয় নৃশংস বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে বুধবার সর্বস্তরের ব্যাঙ্ক কর্মচারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। এদিন বিচার চেয়ে বর্ধমান শহরে প্রায় হাজারেরও বেশি ব্যাঙ্ক কর্মচারী অপরাধীদের শাস্তি চেয়ে মোবাইল টর্চ হাতে নিয়ে পথ হাঁটেন।
এদিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বর্ধমান জেলা কমিটির ডাকে এই মিছিল ছিল অভূতপূর্ব। আর জি কর কান্ডে দ্রুত বিচার চাই ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। এদিন মিছিল শুরু হয় কার্জনগেট থেকে শেষ হয় বড়নীলপুর মোড়ে। এই মৌন মিছিলে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্যাঙ্কের দৈনন্দিন কাজের পর সকল স্তরের কর্মী,আধিকারিক , পেনশনার্স সহ বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহক ও সাধারণ মানুষের উপস্থিতি এই মিছিলকে আরোও প্রাণবন্ত করে তোলে। নাগরিক সচেতনতার জন্য এই নির্বাক মিছিলে অংশ গ্রহণকারী দের হাতে ছিল আর জি করের ন্যয় বিচারের দাবীর প্লাকার্ড ও ব্যাজ। মিছিল কে সংহতি জানিয়েছেন পথচলতি সাধারণ মানুষও। সকলের সাথে সাথেই ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এই নারকীয় নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার চাওয়ার সাথে সমস্ত জায়গাতে মহিলা কর্মীদের সুরক্ষার দাবি করেছে।
RG Kar Protest Rally
ন্যায় বিচারের দাবিতে ব্যাঙ্ক কর্মীদের মৌন মিছিল
×
Comments :0