SIR West Bengal

নভেম্বরেই রাজ্যে এসআইআর!

রাজ্য

দেশ জুড়ে পর্যায়ক্রমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যে নভেম্বরেই হতে চলেছে এসআইআর। শুধু পশ্চিমবঙ্গেই নয় আরও চারটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে। বুধবার দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। বৈঠক শুরু হয় দিল্লির দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’এ। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে শেষ হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয়ই ছিল এসআইআর সংক্রান্ত প্রস্তুতি। বৈঠকে বিশেষ জোর দেওয়া হয় ভোটমুখী পাঁচ রাজ্যের ওপর। যে কোনও দিন এসআইআর প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি হয়ে যেত পারে এই পাঁচ রাজ্যে। দুদিনের বৈঠক শেষে এমনই ইঙ্গিত মিলেছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এই কয়েকটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন কমিশনের ফুল বেঞ্চ সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই এই পাচটি রাজ্যে শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। বৈঠকেই এই পাঁচ রাজ্যের সিইওদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের মধ্যেই তাঁদের এসআইআর সংক্রান্ত সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে।
২০২৬ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাডু, আসাম ও পুদুচেরিতে। প্রতিটি ক্ষেত্রেই বিধানসভার মেয়াদ আগামী মে মাস নাগাদ শেষ হয়ে যাবে। তার আগে এসআইআর শেষ করতে চায় কমিশন। তার মধ্যে আন্তর্জাতিক সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান, পরিযায়ী শ্রমিক, রাজ্যবাসীর রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক বিরোধিতার মতো বিষয়গুলি মাথায় রেখে নির্বাচন কমিশনের পাখির চোখ এখন পশ্চিমবঙ্গই। 
তবে রাজনৈতিক জটিলতা এড়াতে পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি অংশেও এসআইআর চালু করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে কমিশন এখন মনে করছে, গোটা দেশে একসঙ্গে এসআইআর চালু করা সম্ভব নয়। কারণ এজন্য যে বিপুল পরিকাঠামোর প্রয়োজন তা কমিশনের সাধ্যের বাইরে। সেক্ষেত্রে ধাপে ধাপে একাধিক পর্যায়ে দেশজুড়ে এসআইআর সম্পূর্ণ করতে চায় কমিশন। সূত্রের খবর, চলতি মাসেই এসআইআরের প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করতে পারে কমিশন। ১ নভেম্বর এসআইআর ঘোষণার সম্ভবনা।

Comments :0

Login to leave a comment