Tamim Iqbal getting well from heart disease

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ক্রমে সুস্থ হয়ে উঠছেন

খেলা

Tamim Iqbal getting well from heart disease

ক্রমে সুস্থ হয়ে উঠছেন তামিম, অনুরাগীদের উদ্দেশে বার্তাও দিলেন নামী ক্রিকেটারবাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ক্রমে সুস্থ হয়ে উঠছেন। গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামার আগে আচমকা বুকে ব্যথা অনুভব করেন এই নামী ক্রিকেটার। তারপর তাঁকে সিপিআর দিয়ে সাময়িকভাবে সুস্থ করে তোলা হয়। পরবর্তীকালে নিয়ে যাওয়া হয় গাজিপুরের কেপিজে হাসপাতালে।হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে হার্টে রিং পরানো হয় তামিমের। মঙ্গলবার সকাল থেকে তামিমের অবস্থা ভালর দিকে। তিনি হাসপাতালে পরিচিতদের সঙ্গে কথাও বলেছেন।কেপিজে হাসপাতাল সূত্রে জানানো হয়, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই হাঁটার চেষ্টাও করছেন বাংলাদেশের পূর্বতন অধিনায়ক। প্রসঙ্গত, সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে মহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে জানা যায়, তিনি মাঠেই দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

সাময়িক শঙ্কা কাটার পরে তামিম এদিন নিজেই ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। তাতে নামী ক্রিকেটার লেখেন, ‘‘আমি এবার বুঝতে পারলাম, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন আচমকাই থেমে যেতে পারে, এই কথাটাই আমরা সবাই ভুলে যাই! সোমবার দিনটি শুরু করার সময় কি জানতাম, আমার সঙ্গে কী ঘটতে চলেছে?’’

তামিম লিখেছেন, ‘‘আমি এই বিপদের সময়ে পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সঙ্কট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবের মাটিতে দাঁড় করায়, জানিয়ে দেয় যে জীবন আসলেই কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় - এটিই আমার অনুরোধ।’’

Comments :0

Login to leave a comment