UN Team to Visit Bangladesh

ছাত্র আন্দোলনে প্রাণহানির তদন্তে রাষ্ট্রসংঘ

আন্তর্জাতিক

গত ৮ আগস্ট ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বুধবার টেলিফোনে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কে জানিয়েছেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের খুন করার বিষয়ে তদন্তের জন্য খুব শীঘ্রই রাষ্ট্রসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। খুব শীঘ্রই ‘রাষ্টসংঘের একটি বিশেষজ্ঞ দল তদন্ত করতে বাংলাদেশ যাবে।’’ এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। দেশ পুনর্গঠন এবং মানবাধিকার উন্নয়নে রাষ্ট্রসংঘের সহযোগিতাও কামনা করেছেন অধ্যাপক ইউনূস।
এদিন ভলকার তুর্ক ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলে রাষ্টসংঘের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের হিসেব অনুযায়ী, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে চারশোর বেশি মানুষ নিহত হয়েছেন। 
 

Comments :0

Login to leave a comment