Virat kohli included in indian team

দলে বিরাট, সূর্য

খেলা

টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল দল’ ঘোষণা করল আইসিসি। ছয়টি আলাদা দেশের ক্রিকেটাররা রয়েছে এই বিশেষ দলে। ভারতীয় দল থেকে সুযোগ পেয়েছেন বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও দ্বাদশ ব্যক্তি হিসাবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দল থেকে রয়েছেন চার জন। ওপেনার অ্যালেক্স হেলস, জস বাটলার, প্রতিযোগিতার সেরা ক্রিকেটার স্যাম কারান, ও চোটের জন্য সেমিফাইনাল ও ফাইনালে খেলতে না পারা মার্ক উড। পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। জিম্বাবোয়ের সিকান্দার রাজাও এই দলে রয়েছেন। তিনি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে একটি সংস্করণে দুশো’র উপর রান ও ১০ টি উইকেট নিয়েছেন। দলটির নেতৃত্বে জস বাটলার।
দল: হেলস, বাটলার(অধিনায়ক/উইকেটকিপার), বিরাট, সূর্যকুমার, গ্লেন ফিলিপস, রাজা, শাদাব, কারান, আনরিচ নর্খিয়া, উড, আফ্রিদি। দ্বাদশ ব্যক্তি-হার্দিক
l

Comments :0

Login to leave a comment