বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রাশেদ খান মেনন গ্রেপ্তার। বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানের বনানী বাসভবন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই খবর নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন। এক বিবৃতি বার্তায় পুলিশের তরফে এদিন সংবাদ মাধ্যমে মেননের গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন রাশেদ খান মেনন।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর শেখ হাসিনাসহ প্রাক্তন মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি খুনের মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকেও আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীসভা সদস্যদের নামে বহু খননের অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং প্রাক্তন প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক ও প্রাক্তন উপমন্ত্রী আরিফ খান জয় সহ প্রাক্তন মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামেও।
Rashed Khan Menon
রাশেদ খান মেনন গ্রেপ্তার
×
Comments :0