Barcelona want Messi back

মেসিকে ফিরে পেতে চায় বার্সা

খেলা

সম্পর্ক তলানিতে, ইতিমধ্যে ফরাসির ক্লাব পারি স্যঁ জারমা (Paris Saint Germain) ক্লাবের হয়ে খেলবেন না লিওনেল মেসি তা প্রকাশ্য। চলতি মরসুমের চুক্তি শেষ হলে আর নতুন করে চুক্তি করবেন না তিনি।  গুঞ্জন শোনা যাচ্ছে সৌদি আরবের ফুটবল ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি করবেন বিশ্বকাপ জয়ী এই খেলোয়ার। এরই মধ্যে মেসির পুরনো ক্লাব বার্সিলোনা তাঁকে ফিরে পেতে চাইছে। ক্লাব কর্তা জোয়ান লাপোর্তা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে মেসির সঙ্গে আলোচনয় যেতে চাইছে বার্সা। কিভাবে ফেরানো যায় তার শৈশবের ক্লাবে।


যদিও লাপোর্তা জানান এখনও চুড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি, শুধুমাত্র আলোচনার পর্যায়ে আছে। মেসিকে বিশাল অঙ্গের পারিশ্রমিক হয়তো দিতে পারবে না বার্সা কিন্তু এটাই তাঁর ছোটবেলার ক্লাব। এখান থেকেই মেসি, মেসিতে পরিনত হয়েছেন। সুতরাং সেই আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন লাপোর্তা। এদিকে চার বছর পর লা-লিগায় চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথম স্প্যানিস লিগ জিতল কাতালান ক্লাব। মেসিতে এখন মোহান্বিত বার্সা। কাপ জয়ের পর সমর্থকদের হাতে যেরকম দেখা গেছে তাঁদের প্রিয় তারকা মারাদোনার ছবি তেমনি মেসির ছবিও। মেসিকে পিরে পেতে চাইছে সমর্থকরাও। কিন্তু মেসি কি করবে! সেটা জানতে অপেক্ষা তো করতেই হবে

Comments :0

Login to leave a comment